MESSAGE
Message from Chief Advisor

(A.K.M Zakaria Hossain, FCMA)
Chief Advisor
Bangladesh Industrial Employees
Association (BIEA)
Bangladesh Industrial Employees Association (BIEA), is a large organization of employees working in industrial factories in Bangladesh. BIEA is working to enrich the career of industrial employees by developing skills through online training / physical training of employees working in the industrial sector and improving the quality of life and realizing rights.
We are aware that each professional working in the industrial sector has separate / Independent organizations (e.g.: general organization of engineers working in industry; separate organization of each engineering trade or technology of engineers working in industry; industrial unit / zone / area-based organization; separate organization of officers working in industry and separate organization of workers working in industry etc.). On the other hand, all professional industrial employees have separate / independent organizations according to the type of products produced in industrial establishments / factories (e.g.: Paper and Tissue; Food and Beverages; Plastics and Polymers; Textiles have separate organizations for employees working in industrial establishments producing certain products).
But there was no combined organization of professionals working in industrial establishments / industrial factories producing specific types of products, all trade or technology professionals working in industrial factories and all officers, workers working in industrial factories. But I am glad to know that, all the professionals, officers, Workers/laborer’s working in industrial factories have the opportunity to be associated with this organization as part of the same family. BIEA is playing an important role in improving relations between officials and workers by bringing all the professionals, officials, workers working in the industry on the same platform. Due to the cordial relations of the workers with the officers working in the industrial sector, the members of this platform (industrial employees) have been created to unite more. Meanwhile, the organization has become a powerful platform for those working in the industrial sector.
In taking membership of BIEA; It doesn’t matter which category / division / section of the industry sector you work in. You may be an executive, office & Workers of the Administrative Department working in industry and private sector, Officers or Engineers, Workers or Technicians of Technical Department, Officers, Workers of Production Department, Officers, Workers of store or warehouse department; officers, Workers of Quality control / assurance department and others professionals working in industrial establishments / factories producing certain types of products etc. (Industrial establishments producing specific types of products are for example: Garment Industry, Textile Industry, Steel Industry, Food & Beverage Industry, Paper Manufacturing Industry and Plastic/Polymer Industry etc.). All employees working in industrial sector will be considered eligible as members of BIEA. This is the biggest strength of BIEA. Basically, the organization of all professionals, officers, workers working in the industrial sector is “Bangladesh Industrial Employees Association (BIEA)”.
(A.K.M Zakaria Hossain, FCMA)
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (বিআইইএ), বাংলাদেশে শিল্প কারখানায় কর্মরত এমপ্লয়ীদের একটি বৃহৎ সংগঠন । বিআইইএ শিল্প সেক্টরে কর্মরত এমপ্লয়ীদের অনলাইন ট্রেনিং / ফিজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে স্কীল ডেভেলপ করে শিল্প এমপ্লয়ীদের ক্যারিয়ার সমৃদ্ধ করতে ও জীবনমান উন্নয়ন এবং অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
আমরা অবগত যে, শিল্প সেক্টরে কর্মরত প্রত্যেক পেশাজীবীদের আলাদা আলাদা / স্বতন্ত্র সংগঠন আছে ( যেমনঃ শিল্পক্ষেত্রে কর্মরত প্রকৌশলীদের সম্মিলিত সাধারণ সংগঠন; শিল্পক্ষেত্রে কর্মরত প্রকৌশলীদের প্রতিটি ইঞ্জিনিয়ারিং ট্রেড বা টেকনোলজীর আলাদা সংগঠন; শিল্প ইউনিট / জোন / এরিয়া ভিত্তিক সংগঠন; শিল্পক্ষেত্রে কর্মরত কর্মকর্তাদের / অফিসারদের আলাদা সংগঠন এবং শিল্পক্ষেত্রে কর্মরত শ্রমিকদের আলাদা সংগঠন ইত্যাদি ইত্যাদি)। অপরদিকে, শিল্প প্রতিষ্ঠান / শিল্প কারখানায় নির্দিষ্ট পণ্য উৎপাদনকারী পণ্যের ধরণ অনুযায়ী সেকল পেশাজীবী শিল্প এমপ্লয়ীদের আলাদা / স্বতন্ত্র সংগঠন আছে (যেমনঃ কাগজ ও টিস্যু; ফুড এন্ড বেভারেজ; প্ল্যাস্ট্রিক ও পলিমার; টেক্সটাইলস পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত এমপ্লয়ীদের আলাদা আলাদা স্বতন্ত্র সংগঠন আছে)।
কিন্তু নির্দিষ্ট ধরনের পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান / শিল্প কারখানায় কর্মরত পেশাজীবী, শিল্প কারখানায় কর্মরত সকল ট্রেড বা টেকনোলজীর পেশাজীবী এবং শিল্প কারখানায় কর্মরত সকল কর্মকর্তা (অফিসার), কর্মচারী/ শ্রমিক(ওয়ার্কার)’দের সম্মিলিত (কমাবাইন্ড) কোন সংগঠন বাংলাদেশে ছিলো না। কিন্তু আমি জেনে খুশি হলাম যে, শিল্প কারখানায় কর্মরত সকল পেশাজীবী, কর্মকর্তা, কর্মচারী/শ্রমিক’রা এই সংগঠনের সাথে একই পরিবারের অংশ হয়ে যুক্ত থাকার সুযোগ রয়েছে। বিআইইএ শিল্পক্ষেত্রে কর্মরত সকল পেশাজীবী, কর্মকর্তা, কর্মচারী/শ্রমিকদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে কর্মকর্তাদের সাথে কর্মচারী/শ্রমিকদের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ্য ভুমিকা রাখছে। শিল্পক্ষেত্রে কর্মরত কর্মকর্তাদের সাথে কর্মচারী/শ্রমিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকার কারণে এই প্ল্যাটফর্মের সদস্যদের (শিল্প এমপ্লয়ীদের ) আরো বেশী ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ তৈরী হয়েছে। ইতিমধ্যে এই সংগঠনটি শিল্প সেক্টরে কর্মরতদের শক্তীশালী একটি প্ল্যাটফর্মে পরিনত হয়েছে।
বিআইইএ এর মেম্বারশীপ নেওয়ার ক্ষেত্রে ; আপনি শিল্প সেক্টরের কোন বিভাগে / কোন সেকশনে কাজ করেন, এটা কোন মূখ্য বিষয় নয়। হতে পারেন আপনি শিল্প ও প্রাইভেট সেক্টরে কর্মরত প্রসাশন বিভাগের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী; টেকনিক্যাল ডিপার্টমেন্টের কর্মকর্তা বা প্রকৌশলী, কর্মচারী বা টেকিনিশিয়ান, উৎপাদন বিভাগের কর্মকর্তা, কর্মচারী; স্টোর বা ভান্ডার বিভাগের কর্মকর্তা, কর্মচারী; মান নিয়ন্ত্রয়ন / নিশ্চিতকরণ বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং নির্দিষ্ট ধরনের পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান / শিল্প কারখানায় কর্মরত পেশাজীবী ইত্যাদি ইত্যাদি (উদাহরণস্বরুপ নির্দিষ্ট ধরনের পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান হলো: পোষাক শিল্প, বস্ত্র শিল্প, স্ট্রীল শিল্প, খাদ্য ও বেজারেজ শিল্প, কাগজ উৎপাদন শিল্প এবং প্ল্যাস্ট্রিক/পলিমার শিল্প ইত্যাদি ইত্যাদি)। শিল্প সেক্টরের কর্মরত সকল এমপ্লয়ীরা বিআইইএ এর সদস্য হওয়ায় যোগ্য বলে বিবেচতি হবে। এটাই বিআইইএ এর সবচেয়ে বড় শক্তি। মোটকথা, শিল্পক্ষেত্রে কর্মরত সকল পেশাজীবী, কর্মকর্তা, কর্মচারী/শ্রমিকদের সংগঠন হলো ”বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (বিআইইএ)”।
( এ, কে, এম জাকারিয়া হোসেন, এফসিএমএ )