Eligibility to Become a member
Eligibility to Become a member
1. Must be a Bangladeshi citizen residing in Bangladesh or different countries of the world.
2. Besides being a citizen of Bangladesh; Should be working in an industrial establishment / industrial factory in Bangladesh or any country in the world or worked before in industrial establishments / factories, such must be so. However, in particular, the employees (officers & Workers) working in private organizations associated with industry can also become members of BIEA.
3. Must have all the qualifications as per membership type/category/criteria. Members will be assigned type/category/criteria as per eligibility.
4. It is not mandatory to be employed / working or retired from an industrial organization in case of being a donor / patron member as per type / category / criteria of membership.
5. Industrial employees working in government industrial establishments can become members, voters, vote and participate in the elections of various structures in accordance with the goals, objectives, future plans, rules and constitution of BIEA. But they cannot be attend / elected for the post of President, Senior Vice-President, Vice-president, General Secretary, Senior Joint General Secretary, Joint General secretary, Finance Secretary and Organizational Secretary of the Central Executive Committee. [Note: Other Government Employees except Employees in Government Industries / factories shall not be members of BIEA.]
6. Members of BIEA who became members of BIEA before joining Government service, they can remain in existing committees even after joining government service but cannot participate in the next election / remain in the committee after the term of the existing committee. Then they will be considered as General Members of BIEA / can remain as General Members. Note that, this clause shall not be directly applicable to industrial employees working in government industrial establishments.
সদস্য হওয়ার যোগ্যতা
১। বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিক হতে হবে।
২। বাংলাদেশের নাগরিক হওয়ার পাশাপাশি; বাংলাদেশ বা বিশ্বের যেকোন দেশের শিল্প প্রতিষ্ঠানে / শিল্প কারখানায় কর্মরত হতে হবে বা শিল্প প্রতিষ্ঠানে / শিল্প কারখানায় কর্মরত ছিলেন, এমন হতে হবে। তবে ক্ষেত্র বিশেষ, শিল্প সংশিষ্ট প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরতরাও বিআইইএ এর সদস্য হতে পারবেন।
৩। সদস্যতার ধরণ /ক্যাটাগরি /মানদন্ড অনুযায়ী নির্ধারিত সকল যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা অনুযায়ী সদস্যরা ধরণ/ক্যাটাগরি /মানদন্ড নির্ধারিত হবে।
৪। সদস্যতার ধরণ / ক্যাটাগরি / মানদন্ড অনুযায়ী দাতা / পৃষ্টপোষক সদস্য হওয়ায় ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানে চাকুরীরত / কর্মরত বা চাকুরী / কর্ম থেকে অবসরপ্রাপ্ত হওয়া বাধ্যতামূলক নয়।
৫। সরকারী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শিল্প এমপ্লয়ীগণ বিআইইএ এর লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষৎ পরিকল্পনা, নিয়ম-নীতি ও গঠনতন্ত্র মেনে সদস্য হতে পারবে, ভোটার হতে পারবে, ভোটও দিতে পারবে ও বিভিন্ন কাঠামোর নির্বাচনে অংশগ্রহনও করতে পারবে। কিন্তু কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিঃ সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সমপাদক, সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ্য পদবীতে নির্বাচন করতে পারবে না। [বিঃদ্রঃ সরকারী শিল্প প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সরকারী চাকুরীজীবীরা বিআইইএ এর সদস্য হতে পারবে না।]
৬। বিআইইএ এর যেসকল সদস্যগণ সরকারী চাকুরীতে যোগদানের পূর্বেই বিআইইএ এর সদস্য হয়েছিল, তারা সরকারী চাকুরীতে যোগদানের পরও বিদ্যমান কমিটিতে থাকতে পারবেন কিন্তু বিদ্যমান কমিটির মেয়াদ শেষে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না / কমিটিতে থাকতে পারবে না। তখন তারা বিআইইএ এর সাধারণ সদস্য হিসাবে বিবেচিত হবে / সাধারণ সদস্য হিসেবে থাকতে পারবেন। উল্লেখ্য যে, সরকারী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শিল্প এমপ্লয়ীদের ক্ষেত্রে এই ধারাটি সরাসরি প্রযোজ্য হবে না।