Benefits of Membership
Membership Benefits: -
1. After becoming a member of BIEA every member will be given a unit identification number.
2. After becoming a member of BIEA every member will be issued ID card and membership certificate.
2. All facilities adopted and implemented by BIEA; ID card holder Members of BIEA will get priority.
3. All technical and non-technical trainings organized by BIEA related to the industry, ID card holders of BIEA will get certain discounts or in some cases free training.
4. The facilities that will be acquired / brought to BIEA family members from international organizations and various public / private institutions, only the ID card holders of BIEA will be able to enjoy all the facilities.
5. In essence, ID card holders of BIEA will be partakers of all facilities adopted or implemented by BIEA authorities.
সদস্যতার সুবিধাঃ-
১। বিআইইএ এর সদস্য হওয়ার পর প্রত্যেক সদস্যকে একটি ইউনিট আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে।
২। বিআইইএ এর সদস্য হওয়ার পর প্রত্যেক সদস্যকে আইডি কার্ড এবং সদস্যতার সনদ প্রদান করা হবে।
২। বিআইইএ কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত সকল সুযোগ-সুবিধা; বিআইইএ এর আইডি কার্ডধারী সদস্যরা অগ্রাধিকার পাবেন।
৩। বিআইইএ কর্তৃক শিল্প সম্পর্কিত যেসমস্ত টেকনিক্যাল বা নন-টেকনিক্যাল ট্রেনিং আয়োজন করা হবে, সেগুলোতে বিআইইএ এর আইডি কার্ডধারী সদস্যরা নির্দিষ্ট ডিসকাউন্ট পাবেন বা কিছু কিছু ক্ষেত্রে ফ্রিতে ট্রেনিং করার সুবিধা থাকবে।
৪। আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারী / বেসরকারী প্রতিষ্ঠান থেকে বিআইইএ পরিবারের সদস্যদের জন্য যে সুযোগ-সুবিধা অর্জিত হবে / আনা হবে, শুধুমাত্র বিআইইএ এর আইডি কার্ডধারী সদস্যরা সেকল সুবিধা-সুবিধা ভোগ করতে পারবে।
৫। মোটকথা, বিআইইএ এর আইডি কার্ডধারী সদস্যরা বিআইইএ কর্তৃত গৃহীত বা বাস্তবায়নকৃত সমস্ত সুযোগ-সুবিধার অংশীদার হবে।