Engr. Jahangir Alam Tushar
Founder,
Bangladesh Industrial Employees Association (BIEA)
Short Biography
Engr. Jahangir Alam Tushar was born in Jangaliapara village of Atabah Union of Kaliakair upazila of Gazipur district in his maternal grandparents’ house. From kiddy to childhood, from childhood to adolescence and from adolescence to youth; In short, until adulthood, they lived in their paternal grandparents’ house in Middle Baidgaon village, Shimulia Union, Savar Upazila, Dhaka District. Their family is a noble Muslim family and the ancestral home is popularly known as Mullabari. He spent most of his childhood, adolescence and youth (life) in this Middle Baidgaon village. The nature, form, green shade and chirping of birds of this village still attract him. Therefore, he moved to this village with the pull of countless memories of his childhood and youth and the pull of nature. Among all the grandchildren of the grandparents of Engr. Jahangir Alam Tushar, he was the most loved by the grandparents. He is the only son among four children of his parents. He has one elder sister and two younger sisters. In personal life he is married. Has one son and one daughter.
Engr. Jahangir Alam Tushar received his Arabic and Islamic education as a child at maktab at Middle Baidgaon Ashraful Uloom Hafizia Madrasha (Note: The Madrasha by this name does not exist at present. It should be noted that most of the land for the Madrasha was donated by his grandfather late Salim Uddin Mulla and grandmother late Amena Khatun during their lifetime). He received /studied his primary education from class I to class II from East Baidgaon Government Primary School and received his primary education from class III to class V from Baidgaon Government Primary School. He received lower secondary education from VI to VIII and received secondary education in science department from IX to X from Baidgaon High School. He received his higher secondary education in science department from Alhaj Abdul Mannan College. He achieved a Bachelor of Engineering degree in Electronics and Communication Engineering (ECE) from the University of Information Technology and Sciences (UITS) and obtained a Master of Engineering degree in Electrical and Electronics Engineering (EEE) from BRAC University. Also, he holds a Master’s degree in Information Technology from Jahangirnagar University. Also received advanced training on Electro-Medical / Bio-Medical Technology from China and his research papers have been published in international journals like IEEE.
Engr. Jahangir Alam Tushar was averse to government jobs. Government Technical Jobs or Government Non-Technical Jobs; He was not interested in any government job. Can be Said, He did not apply for government jobs. Because in his opinion, there is comparatively less hands-on engineering practice, application and demonstration in government jobs than in private jobs; In government jobs, the work of engineers is limited only to documents and signatures. On the other hand, hands-on engineering practice, application and demonstration in private/non-government jobs is relatively more than government jobs. Therefore, as an Engineer, he was more interested in private employment/entrepreneurship than government employment to maintain/exist engineering practice in himself.
Engr. Jahangir Alam Tushar has worked in various industrial establishments / factories and private companies during his career. In his work experience he has achieved; Industrial employees working in industrial establishments / factories are deprived of fair rights and facilities and are subjected to a lot of discrimination. Engr. Jahangir Alam Tushar founded “Bangladesh Industrial Employees Association (BIEA)” with the intention of building a solid platform for the overall welfare of the industrial employees to speak out boldly and protest the injustice in unity with the aim of removing these inequalities. At present, the largest united platform of skilled industrial employees working in industrial factories is “Bangladesh Industrial Employees Association (BIEA).
Engr. Jahangir Alam Tushar is a dear person of organization. Since his school life he has been involved in various social, humanitarian and welfare work and such organizations. Love of organization runs in his blood. He is involved with various organizations because of his love for the organization. Engr. Jahangir Alam Tushar founded “Bangladesh Industrial Employees Association (BIEA)” besides establishing many other general, social, humanitarian, welfare and professional organizations. e.g. Su-nagarik Bangladesh (SUBA), Bangladesh Electrical Engineers’ Association (BEEA), Non-Government IEC Professional Forum of Bangladesh (NICPFB), Bangladesh Association of BNQF’s Trainers and Assessors -BABTA, Bangladesh Freelancers Society (BFS), Joltungi Humanitarian Foundation, Savar Upazila Graduate Association, Savar Upazila Engineers’ Society (SUS), Paper and Tissue Industries Employees Association of Bangladesh, Food and Beverage Industries Employees Association of Bangladesh, Plastic and Polymer Industries Employees Association of Bangladesh, Ashulia Club (AC), Salim Uddin Mollah – Amena Khatun Memorial Welfare Trust, Middle Baidgaon Rural Maternal Centre. e.g. Su-nagarik Bangladesh (SUBA), Bangladesh Electrical Engineers’ Association (BEEA), Non-Government IEC Professional Forum of Bangladesh (NICPFB), Bangladesh Association of BNQF’s Trainers and Assessors -BABTA, Bangladesh Freelancers Society (BFS), Joltungi Humanitarian Foundation, Savar Upazila Graduate Association, Savar Upazila Engineers’ Society (SUS), Paper and Tissue Industries Employees Association of Bangladesh, Food and Beverage Industries Employees Association of Bangladesh, Plastic and Polymer Industries Employees Association of Bangladesh, Ashulia Club (AC), Salim Uddin Mollah – Amena Khatun Memorial Welfare Trust, Middle Baidgaon Rural Maternal Centre. The organizations that he jointly founded, For example: Industrial Engineers Association of Bangladesh (IEAB), Dhaka District Engineers’ Society (DDES), Sudhasa (Sunagarik Dhamrai Savar) Foundation, Moon Star Samajkalyan Seba Sangh, Moon Star Jubo Kallayan Bahumukhi Sambay Samity Limited. Also, the organizations with which Engr. Jahangir Alam Tushar is associated – Bangladesh Computer Society (BCS), Bangladesh Electronics and Informatics Society (BEIS), Students Welfare Association of Shimulia (SWAS), Students Welfare Association of Savar and Sudhasa (Sunagarik Dhamrai Savar) Cooperative Limited.
প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার
প্রতিষ্ঠাতা,
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (বিআইইএ)
সংক্ষিপ্ত জীবনী
প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আটাবহ ইনিয়নের জাঙ্গালিয়াপাড়া গ্রামে তাহার নানা-নানীর বাড়ীতে জন্মগ্রহন করেন। তাহার শিশুকাল থেকে শৈশব, শৈশব থেকে কৈশর এবং কৈশর থেকে যৌবন; মোটকথা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মধ্য বাইদগাঁও গ্রামের নিজেদের স্থায়ী বাড়ী দাদা-দাদীর ভিটায় কেটেঁছে। তাদের পরিবারটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার এবং দাদা-দাদীর বসত বাড়ীটি মোল্লাবাড়ী নামে বহুল পরিচিত। তাহার শিশুকাল, কৈশর ও যৌবনের (জীবনের ) অধিকাংশ সময়ই কেটেঁছে এই মধ্য বাইদগাঁও গ্রামে। এই গ্রামের প্রকৃতি, রূপ, শ্যামল-ছায়া ও পাখির কলতান আজও তাকে টানে। তাই শত কর্ম ব্যস্ততার মাঝেও সুযোগ হলেই তিনি শৈশব ও কৈশোরের অজস্র স্মৃতির টানে এবং প্রকৃতির টানে এই গ্রামে চলে আসেন। প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার দাদা-দাদীর সকল নাতি-নাতনীর মধ্যে তিনি ছিলেন দাদা-দাদীর কাছে সবচেয়ে আদরের। বাবা-মায়ের চার সন্তানের মধ্যে তিনিই হলেন একমাত্র ছেলে। তাহার বড় এক বোন এবং ছোট দুটি বোন রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তিনি শিশু বয়সে মধ্য বাইদগাঁও আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় মক্তবে আরবী ও ইসলামিক শিক্ষা অর্জন করেন (বিঃদ্রঃ এই নামে মাদ্রাসাটি বর্তমানে নেই। উল্রেখ্য যে উক্ত মাদ্রাসাটির জন্য অধিকাংশ জমিই তাহার দাদা মরহুম ছলিম উদ্দিন মোল্লা এবং দাদী মরহুমা আমেনা খাতুন জীবনদ্দশায় দান করে গেছেন)। তিনি পূর্ব বাইদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং বাইদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম পর্যন্ত প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। বাইদগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ষষ্ট শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিন্ম মাধ্যমিক এবং নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিভাগে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। আলহাজ্ব আব্দুল মান্নান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজী এন্ড সাইন্সেস (ইউআইটিএস) থেকে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিষয়ে স্নাতক ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। এছাড়াও, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন টেকনোলজী বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পাশাপাশি চায়না থেকে ইলেকট্রো-মেডিকেল / বায়ো-মেডিকেল টেকনোলজীর উপর উচ্চতর ট্রেনিং গ্রহণ করেন এবং আইইইই এর মতো আন্তার্জাতিক জার্নালে তাহার গবেষণা পেপার প্রকাশিত হয়েছে।
প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার সরকারী চাকুরী বিমুখ ছিলেন। সরকারী টেনিক্যাল জব বা সরকারী নন-টেকনিক্যাল জব; সরকারী কোন জবের প্রতিই তাহার আগ্রহ ছিলো না। তিনি সরকারী চাকুরীর জন্য আবেদন করেন নাই বললেই চলে। কারণ তাহার দূষ্টিতে মনে হয়েছিলো সরকারী চাকুরীতে হাতে-কলমে ইঞ্জনিয়ারিং চর্চা, প্রয়োগ ও অ্যাপ্লিকেশন বেসরকারী চাকুরীর চেয়ে তুলামূলকভাবে অনেক কম থাকে; সরকারী চাকুরীতে শুধুমাত্র নথিপত্র ও সই-স্বাক্ষরের মধ্যেই ইঞ্জিনিয়াদের কাজের সীমাবদ্ধতা । অপরদিকে, প্রাইভেট / বেসরকারী চাকুরীতে হাতে-কলমে ইঞ্জিনিয়ারিং চর্চা, প্রয়োগ ও অ্যাপ্লিকেশনটা সরকারী চাকুরীর চেয়ে তুলনামূলকভাবে বেশী। তাই একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিজের মধ্যে ইঞ্জিনিয়ারিং চর্চা বিদ্যমান / বজায় রাখতে সরকারী চাকুরীর চেয়ে বেসরকারী চাকুরী / উদ্যোক্তা হওয়ার প্রতিই ছিলো তাহার বেশী আগ্রহ।
প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার তাহার কর্মজীবনে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান / শিল্প কারখানায় এবং প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরী করেছেন। চাকুরীকালীন অভিজ্ঞতায় তিনি উপলদ্ধি করেছেন; শিল্প প্রতিষ্ঠান / শিল্প কারখানায় কর্মরত শিল্প এমপ্লয়ীরা ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং অনেক বৈষম্যের শিকার। এসকল বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সাহসী কথা বলার জন্য ও অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং শিল্প এমপ্লয়ীদের সামগ্রিক কল্যাণার্থে একটি শক্ত প্ল্যাটফর্ম দাঁড় করানোর অভিপ্রায় থেকে প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার “বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (বিআইইএ)” প্রতিষ্ঠা করেন। বর্তমানে, শিল্প কারখানায় কর্মরত দক্ষ শিল্প এমপ্লয়ীদের ঐক্যবদ্ধ বৃহৎ প্ল্যাটফর্মের নাম ”বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (বিআইইএ)।
প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার সংগঠন প্রিয় একজন মানুষ। স্কুল জীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও কল্যাণমুলক কাজের সাথে এবং এই ধরনের সংগঠনের সাথে জড়িত ছিলেন। সংগঠন প্রেম তাহার রক্তের সাথে মিশে আছে। সংগঠনের প্রতি ভালবাসার নেশা থেকেই তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িয়ে আছে। প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার “বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (বিআইইএ)” প্রতিষ্ঠা করার পাশাপাশি আরো অনেক সাধারণ, সামাজিক, মানবিক, কল্যাণকর ও পেশাজীবী সংগঠন প্রতিষ্ঠা করেছেন। যেমনঃ সু-নাগরিক বাংলাদেশ (সুবা), বাংলাদেশ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েন (বিইইএ), নন-গভর্নমেন্ট আইইসিটি প্রফেশনাল ফোরাম অব বাংলাদেশ (এনআইসিপিএফবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বি,এন,কিউ,এফ’স ট্রেনার এন্ড এসেসরস-বাপটা, বাংলাদেশ ফ্রীলান্সার্স সোসাইটি (বিএফএস), জলটঙি মানবিক ফাউন্ডেশন, সাভার উপজেলা গ্রাজ্যুয়েট অ্যাসোসিয়েশন, সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুস), পেপার এন্ড টিস্যু ইন্ডাস্ট্রিজ এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, প্লাস্ট্রিক এন্ড পলিমার ইন্ডাস্ট্রিজ এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আশুলিয়া ক্লাব, ছলিম উদ্দিন মোল্লা – আমেনা খাতুন মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট, মধ্য বাইদগাঁও পল্লী মাতৃকেন্দ্র। যুগ্নভাবে যেসকল সংগঠন প্রতিষ্ঠা করেছেন, যেমনঃ ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ (আইইএবি), ঢাকা জেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (ডিডিইএস), সুধাসা (সু-নাগরিক ধামরাই সাভার ) ফাউন্ডেশন, মুন ষ্টার সমাজকল্যাণ সেবা সংঘ, মুন ষ্টার যুব কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেড। এছাড়াও যেসকল সংগঠনের সাথে প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার জড়িত আছেন- বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), বাংলাদেশ ইলেকটনিক্স এন্ড ইনফরমেটিক্স সোসাইটি, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব শিমুলিয়া (সুয়াস), স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব সাভার এবং সুধাসা ( সুনাগরিক ধামরাই সাভার) কো-অপারেটিভ লিমিটেড।