Heart To Heart

শিল্প কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকের শ্রম এবং প্রযুক্তি সমন্বয়: শিল্প খাতের সম্মৃদ্ধি ও উন্নয়ন

Bangladesh Industrial Employees Association ( BIEA )

The Largest Organization of Industrial Employees ( Officers & Workers) in Bangladesh.

Membership Canceled

Membership Canceled

Membership of IEAB may be terminated for the following reasons: –

1. On expiry of last month of subscription/ membership period.

2. If you don’t renew your membership.

3. Involvement in anti-constitutional and anti-state activities of the organization will result in cancellation of membership.

4. The membership of any member may be terminated by decision of the Central Executive Committee if he/she acts injuriously/unfavorably to the organization.

5. If a member dies or resigns.

6. If convicted under the prevailing criminal law by the court.

7. If any member is declared mentally ill or unsound.

8. Disobeying the decision or order taken by the Central Executive Committee.

সদস্য পদ বাতিল

নিম্নলিখিত কারণে আইইএবি এর সদসপদ বাতিল হতে পারেঃ-

১। সদস্যতার চাঁদা পরিশোধের শেষ মাস/ সদস্যতার সময়কাল উত্তীর্ণ হলে।

২। সদস্যতা নবায়ন না করলে।

৩। সংগঠনের গঠন্তন্ত্র বিরোধী এবং রাষ্ট্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত হলে সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।

৪। সংগঠনের জন্য ক্ষতিকর / অমঙ্গলজনক এমন কাজ করলে, যেকোন সদস্যর সদস্যপদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে বাতিল হতে পারে। ।

৫। কোন সদস্যের মৃত্যু হলে ও পদত্যাগ করলে।

৬। আদালত কর্তৃক প্রচলিত ফৌজদারী আইনে দণ্ডপ্রাপ্ত হলে / দোষী সাবস্ত হলে।

৭। মানসিকভাবে কোন সদস্য অসুস্থ বা অপ্রকৃতিস্থ ঘোষিত হলে।

৮। কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বা আদেশ অমান্য করলে।

Scroll to Top