Heart To Heart

শিল্প কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকের শ্রম এবং প্রযুক্তি সমন্বয়: শিল্প খাতের সম্মৃদ্ধি ও উন্নয়ন

Bangladesh Industrial Employees Association ( BIEA )

The Largest Organization of Industrial Employees ( Officers & Workers) in Bangladesh.

Membership Criteria

Membership Criteria

1. Fellow / Life Fellow

If an industrial employee completes 12 consecutive years of membership in the BIEA family since being associated with BIEA activities and he/she has special evidence of his/her working skills in Industrial Institutions/Industrial Factories and have at least a bachelor’s degree or higher; Such industry employees will be considered as Fellows of BIEA. Or Member / Non-member of BIEA but has made outstanding contribution as an industrial employee in the field of employment, at least 12 (times) years of successful work experience in a reputed industrial organization / industrial plant and have at least a bachelor’s or higher degree, such industry employees will be considered as Fellows of BIEA. But should be a Bangladeshi citizen. Fellows can write “F-BIEA” as surname at the end of their last name. It should be noted that the Central Executive Committee will make the final nomination as a Fellow member after properly verifying the application information for the Fellow. After becoming a Fellow member of BIEA, any Fellow member will be considered eligible for becoming a Life Fellow Member. In that case the designation of membership will be Life Fellow. If you want to become a Life Fellow Member, you have to pay the fixed annual subscription for 12 (twelve) years.

2. Member / Life Member

If have at least 05 (five) years of work experience in industrial establishments / factories; such industrial employees will be considered as members of BIEA. But should be a Bangladeshi citizen. Members can enter “M-IEAB” as surname at the end of their name. Any member after becoming a member of IEAB will be considered eligible for becoming a Life Member. In that case, the title of membership will be Life Member. If you want to become a Life Member, you have to pay the fixed annual subscription of 12 (twelve) years.

3. Associate Member / Life Associate Member

Industrial employees with less than (five) years of working experience in industrial establishments / factories will be considered eligible to become Associate Members of BIEA. But should be a Bangladeshi citizen. Associate Member of IEAB can write “AM-IEAB” as surname at the end of the name. After becoming Associate Member of IEAB, any Associate Member will be considered eligible for Life Associate Member. In that case the designation of membership will be Life Associate Member. If you want to become a Life Associate Member, you have to pay the fixed annual subscription of 12 (twelve) years.

4. Donor / Patron Member

If an industrialist / an industrial person donates any amount prescribed or in addition to the BIEA’s Welfare Fund for fund formation to expedite organizational activities of industrial employees working in industrial establishments / factories and with a view to improving the quality of life and rehabilitation of industrial employees working in industrial establishments / factories, then that person will be considered and honored as a Donor/Patron Member of IEAB for a period of 03 (three) years (or its multiple). As for the welfare of BIEA the donor members will donate a fixed amount of money to the BIEA family in one time; so, Donor Members in the BIEA family will be honored / felicitated specially. Donor Members can write “DM-IEAB” / “PM-IEAB” as surname at the end of their name.

সদস্যতার মানদন্ড

১। ফেলো / আজীবন ফেলো

যদি কোন শিল্প এমপ্লয়ী বিআইইএ এর কার্যক্রমের সাথে যুক্ত থেকে বিআইইএ পরিবারে সদস্যতার ১২ বছর ধারাবাহিকভাবে পূর্ণ করে এবং শিল্প প্রতিষ্ঠান / শিল্প কারখানায় তার কাজের দক্ষতার বিশেষ প্রমান রেখে থাকে এবং কমপক্ষে স্নাতক বা তদুর্ধ ডিগ্রি থাকে, এমন শিল্প এমপ্লয়ীগণ বিআইইএ এর ফেলো (Fellow) হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। অথবা বিআইইএ এর সদস্য / সদস্য নন কিন্তু চাকুরীক্ষেত্রে শিল্প এমপ্লয়ী হিসেবে অসামান্য অবদান রেখেছে, কমপক্ষে ১২ (বার) বৎসরের সাফল্যের সাথে স্বনামধন্য কোন শিল্প প্রতিষ্ঠানে / শিল্প কারখানায় চাকুরীর অভিজ্ঞতা আছে এবং কমপক্ষে স্নাতক বাব তদুর্ধ ডিগ্রি আছে, এমন শিল্প এমপ্লয়ীগণ বিআইইএ এর ফেলো (Fellow) হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে বাংলাদেশী নাগরিক হতে হবে। ফেলো (Fellow) গণ নামের শেষে উপাধি হিসেবে “F-BIEA” লিখতে পারবেন। উল্লেখ্য যে, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ফেলো (Fellow) এর জন্য আবেদনের তথ্যগুলো সঠিকভাবে যাচাই-বাছাই পূর্বক ফেলো (Fellow) সদস্য হিসাবে চুড়ান্তভাবে মনোনয়ন দিবেন। বিআইইএ এর ফেলো (Fellow) সদস্য হওয়ার পর যেকোন ফেলো (Fellow) সদস্য আজীবন ফেলো সদস্য (Life Fellow Member) হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে মেম্বারশীপের পদবী / উপাধি হবে আজীবন ফেলো (Life Fellow) । আজীবন ফেলো সদস্য হতে চাইলে এককালীন ১২ (বার) বৎসরের নির্ধারিত বাৎসরিক চাঁদা প্ররিশোধ করতে হবে।

২। সদস্য / আজীবন সদস্য

শিল্প প্রতিষ্ঠান / শিল্প কারখানায় কমপক্ষে ০৫ (পাচঁ) বৎসরের চাকুরীর অভিজ্ঞতা আছে ; এমন শিল্প এমপ্লয়ীগণ বিআইইএ এর সদস্য (Member) হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে বাংলাদেশী নাগরিক হতে হবে। সদস্য (Member)’গণ নামের শেষে উপাধি হিসেবে “M-IEAB” লিখতে পারবে। আইইএবি এর সদস্য (Member) হওয়ার পর যেকোন সদস্য (Member) আজীবন সদস্য (Life Member) হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে মেম্বারশীপের পদবী / উপাধি হবে আজীবন সদস্য (Life Member) । আজীবন সদস্য হতে চাইলে এককালীন ১২ (বার) বৎসরের নির্ধারিত বাৎসরিক চাঁদা প্ররিশোধ করতে হবে।

৩। সহযোগী সদস্য (Associate Member)

শিল্প প্রতিষ্ঠান / শিল্প কারখানায় (পাচঁ) বৎসরের কম চাকুরীর অভিজ্ঞতা সম্পন্ন শিল্প এমপ্লয়ীগণ বিআইইএ এর সহযোগী সদস্য (Associate Member) হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে বাংলাদেশী নাগরিক হতে হবে। আইইএবি এর সহযোগী সদস্য (Associate Member) গণ নামের শেষে উপাধি হিসেবে “AM-IEAB” লিখতে পারবে। আইইএবি এর সহযোগী সদস্য (Associate Member) হওয়ার পর যেকোন সহযোগী সদস্য আজীবন সহযোগী সদস্য হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে মেম্বারশীপের পদবী / উপাধি হবে আজীবন সহযোগী সদস্য (Life Associate Member)। আজীবন সহযোগী সদস্য হতে চাইলে এককালীন ১২ (বার) বৎসরের নির্ধারিত বাৎসরিক চাঁদা প্ররিশোধ করতে হবে।

৪। দাতা / পৃষ্টপোষক সদস্য (Donor Member/ Patron)

শিল্প প্রতিষ্ঠানে / শিল্প কারখানায় কর্মরত শিল্প এমপ্লয়ীদের সাংগঠনিক কার্যক্রম ত্বরানিত্ব করতে এবং শিল্প প্রতিষ্ঠানে / শিল্প কারখানায় কর্মরত শিল্প এমপ্লয়ীদের জীবনমান উন্নয়ন ও পূনর্বাসনের লক্ষ্যে তহবিল গঠনের জন্য নির্ধারিত বা তার অতিরিক্ত যেকোন পরিমাণ অর্থ বিআইইএ এর কণ্যাণ ফান্ডে যদি কোন শিল্প সংশিষ্ট ব্যক্তি দান করেন, তাহলে সেই ব্যক্তি ০৩ (তিন) বৎসরের মেয়াদে (বা এর গুনিতিক মেয়াদে) আইইএবির এর দাতা / পৃষ্টপোষক সদস্য (Donor/Patron Member) হিসেবে বিবেচিত হবে এবং সম্মানীত হবে। যেহেতু বিআইইএ এর কল্যাণার্থে দাতা সদস্যগণ এককালীন নির্ধারিত পরিমাণ টাকা বিআইইএ পরিবারে দান করবেন, তাই বিআইইএ পরিবারে দাতা সদস্যগণ বিশেষ সম্মানে ভূষিত হবেন / সম্মানপ্রাপ্ত হবেন। দাতা / পৃষ্টপোষক সদস্য (Donor Member)’গণ নামের শেষে উপাধি হিসেবে “DM-IEAB” / “PM-IEAB “ লিখতে পারবে।
Scroll to Top